পাংশায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

পাংশা প্রতিনিধি || ২০২২-০২-১৫ ১৩:৩০:০৭

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

  সভায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com