রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অসহায় মেধাবী শিক্ষার্থী রাসেল শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপটির পক্ষ থেকে রাসেলের পরিবারকে একটি টিনের ঘর নির্মাণ করে দেয়ার পাশাপাশি বাড়ীতে টিউবওয়েল ও টয়লেট বসিয়ে দেয়াসহ ছাগল ও হাঁস-মুরগী দেয়া হয়েছে। এছাড়াও রাসেল ও তার ছোট ৩ বোনের লেখাপড়ার জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল ১৫ই ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে এসব বুঝিয়ে দেয়া হয়। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বসুন্ধরা গ্রুপের পত্রিকা দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক ও কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপের উল্লেখিত সহায়তার পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী অসহায় রাসেলের পরিবারকে একটি গাভী কেনার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, ছোটভাকলা ইউনিয়নের অসহায় মেধাবী রাসেল শেখ এ বছর বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমী থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রতিটি বিষয়ে এ+ পেয়ে পাস করে রাজবাড়ী সরকারী কলেজে ভর্তি হয়েছে। তার পিতা একজন দিনমজুর, তারপর আবার অসুস্থ। এ অবস্থায় রাসেলের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছিল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com