দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকে থাকা ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এতে আটকে থাকা গাড়ীগুলোর চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ ফিড মিল এলাকা পর্যন্ত মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার জুড়ে শত শত ট্রাক আটকে রয়েছে। ফেরীর নাগাল পাওয়া নিয়ে এসব ট্রাকের চালকরা দুশ্চিন্তা করছে।
যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের চালক সুমন খান বলেন, ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়ে ভোরে দৌলতদিয়া এসে পৌঁছেছি। এখনো সিরিয়ালে আটকে আছি। কখন ফেরীতে উঠতে পারবো জানি না।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান বলেন, ফেরী চলাচল স্বাভাবিকই রয়েছে। তবে পণ্যবাহী ট্রাকের চাপ বেশী থাকার কারণে কিছু ট্রাকের সিরিয়াল হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরী চলাচল করছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com