রাজবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আসহাবুল ইয়ামিন রয়েন || ২০২২-০২-১৬ ১৩:৪৯:১২

image

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, জেলার খামারীদের টিকিয়ে রাখার জন্য প্রাণিসম্পদ মন্ত্রীর সহযোগিতায় সরকারী ভর্তুকীর ব্যবস্থা করা হবে।
  গতকাল ১৬ই ফেব্রুয়ারী বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজিত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত খামারীদের এই আশ্বাস প্রদান করেন। 
  এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, করোনায় দীর্ঘ দিন আমরা সবাই অনেকটা ঘরবন্দী অবস্থায় নিজেদের জীবন অতিবাহিত করেছি। এই কারণে এই রকম অনেক অনুষ্ঠানই করা সম্ভব হয়নি। বর্তমানে করোনার প্রভাব কিছুটা কমে আসায় ও সরকারের করোনার টিকা প্রদান কার্যক্রমের অগ্রগতির ফলে অল্প লোকের উপস্থিতিতে কিছু কিছু অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে যদি করোনার প্রভাব আরও কমে আসে তাহলে আজকের মতো একদিনের পরিবর্তে দুই-তিন দিনের এই রকম প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হবে। যাতে বড় বড় গরু, মহিষসহ বিভিন্ন প্রাণি, বিভিন্ন রকম পাখি, প্রাণি খাদ্যে উৎপাদন পদ্ধতি ও প্রাণি থেকে পাওয়া দুধ, মাংস ও ডিম কিভাবে প্রসেসের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করা যায় সেগুলো প্রদর্শনীর মাধ্যমে খামারীরা শিখতে পারে এবং সাধারণ জনগণ এগুলো দেখে নতুন খামারী হতে উদ্বুদ্ধ হয়। বর্তমানে করোনার কারণসহ বিভিন্ন কারণে প্রাণির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক খামারীদের তাদের খামার থেকে আয় করা অনেক কষ্টকর হয়ে গেছে। যা আমি আমার খামার পরিচালনা করতে গিয়ে উপলব্ধি করতে পেরেছি। গত কয়েক দিনে বাজারে প্রাণির ফিড খাবারের দাম প্রতি বস্তায় ছয় থেকে সাত টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে যদি প্রতিনিয়ত খাবারের দাম বাড়তে থাকে তবে খামারীদের জন্য খামার পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের নিজেদেরকে প্রাণির খাবার উৎপাদন করতে হবে। এই অবস্থায় খামারীদের টিকিয়ে রাখতে সরকারী প্রণোদনার ব্যবস্থা করতে হবে। যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উপলদ্ধি করেতে পেরেছের বলেই জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী জেলার প্রায় সাড়ে ছয় হাজার খামারীকে প্রণোদনা দিয়েছেন। ভবিষ্যতে যাতে রাজবাড়ী জেলার খামারীরা করোনাকালীন সময়ের নিজেদের ক্ষতি মোকাবেলা করে নিজেদের টিকিয়ে রাখতে পারে সেই জন্য প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে কথা বলে যাতে আরও প্রণোদনার ব্যবস্থা করা যায় সেই জন্য চেষ্টা করবো। এছাড়াও তিনি তার বক্তব্যে দেশের গৃহপালিত প্রাণিসম্পদের উন্নয়নকল্পে আরও নতুন নতুন খামারী তৈরী করে দেশের আমিষের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা যায় সেই লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। 
  রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুদ্দীন আহম্মেদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, স্বাগত বক্তা হিসেবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক, অন্যান্য অতিথিদের মধ্যে মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওহাদিুজ্জামান ওহিদ, জেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ কোহিনূর ও সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  উল্লেখ, প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, মহিষ, ঘোড়া, ভেড়া, ছাগল, পাঠা, হাঁস-মুরগীসহ বিভিন্ন গৃহপালিত প্রাণি, কবুতরসহ বিভিন্ন প্রাজাতির পাখি, প্রাণির জন্য খাবার উৎপাদন ও প্রাণি থেকে উৎপাদিত খাদ্য প্রসেস করার যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। বিকালে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com