বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

তনু সিকদার সবুজ || ২০২২-০২-১৭ ১৩:৩৪:১৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার ও বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 
  সেমিনারে ভোক্তার অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যেকোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের সচেতন থাকার আহ্বান এবং কোন অসঙ্গতি পেলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com