রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিন তলা বিশিষ্ট স্কুল ভবন কাম আশ্রয়ণ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২০শে ফেব্রুয়ারী দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম মোবাইল ফোনের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মুক্ত প্রসাদ দাসের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম বাদশার সঞ্চালনায় অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ৫৫ লক্ষ ৯৮ হাজার ৭১৭ টাকা ব্যয়ে তিন তলা স্কুল ভবন কাম আশ্রয় কেন্দ্রটি নির্মিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com