বালিয়াকান্দি কলেজের নতুন ভবনের জায়গা নির্ধারণ

তনু সিকদার সবুজ || ২০২০-০৭-২০ ১৫:১৪:১২

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ডিগ্রী কলেজের নতুন ভবনের জায়গা নির্ধারণ করা হয়েছে। 
  গতকাল ২০শে জুলাই বেলা ১১টায় কলেজের পশ্চিম পাশে নতুন ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডি’র সভাপতি একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী বাদশাহ আলমগীর ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
  কলেজ কর্তৃপক্ষ জানায়, ইতিপূর্বে কলেজটি সরকারীকরণের ঘোষণা দেয়া হলেও এখন পর্যন্ত কোন সরকারী সুযোগ-সুবিধা পাওয়া যায়নি। এমতাবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে শ্রেণী কক্ষের স্বল্পতা থাকায় উপজেলা পরিষদের অর্থায়নে নতুন ভবনটি নির্মাণ করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com