কালুখালীতে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ

মোখলেছুর রহমান || ২০২২-০২-২১ ১৭:১৬:০৭

image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কালুখালী উপজেলায় অমর একুশের প্রথম প্রহরে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামন চৌধুরী টিটোর নেতৃত্বে উপজেলা পরিষদ, ওসি নাজমুল হাসানের নেতৃত্বে কালুখালী থানা, সাবেক কমান্ডার আকামত আলী মন্ডলের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি আতিউর রহমান নবাবের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com