শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর আয়োজনে গত ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে এই আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের জেলা শাখার আহ্বায়ক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, বিশ্বভরা প্রাণ সাংস্কৃতিক সংগঠনের জেলা শাখার সভাপতি আতাউর রহমান, নূরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মাহমুদ রঞ্জন, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সহ-সভাপতি শাহ্ মুজতবা রশীদ আল কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে কবি দেলোরাজ ফত্ত, তাহমিনা মুন্নী, সাহেদ আলী বিশ্বাস, অজয়দাস তালুকদার, পারভীন হক, সোহেল রানা, শাহ্ মুজতবা রশীদ আল কামাল, আতাউর রহমান প্রমুখ কবিতা পাঠ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com