মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গোয়ালন্দ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার

মইনুল হক মৃধা || ২০২২-০২-২২ ১৩:৪২:২৪

image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের বদিউজ্জামান পাড়া থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। 
  গত ২১শে ফেব্রুয়ারী রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী পরিচালক তানভীর হোসেন খানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে বদিউজ্জামান পাড়ার আবুল বাশার মিয়ার ছেলে রকিবুজ্জামান মিয়া(৩১) এর বসতঘর থেকে এই গাঁজা উদ্ধার করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে রকিবুজ্জামান মিয়া ও তার সহযোগী পার্শ্ববর্তী সাকের ফকির পাড়ার আয়নাল ফকিরের ছেলে সাদ্দাম ফকির(৩০) পালিয়ে যায়। 
  এ ঘটনায় পলাতক রকিবুজ্জামান মিয়া ও সাদ্দাম ফকিরকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com