ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ই মার্চ উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার || ২০২২-০২-২২ ১৩:৪৩:৩৭

image

ঐতিহাসিক ৭ই মার্চ এবং ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২২শে ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। 
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন-যা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। সেই সাথে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এই ২টি দিবসও যথাযথ মর্যাদায় পালন করা হবে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে দিবস দুটি উদযাপন করবো। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com