গোয়ালন্দের হাট-বাজারে ধানের চারার দাম কম

মইনুল হক মৃধা || ২০২২-০২-২৩ ১৩:৫৬:৪০

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার হাট-বাজারগুলোতে রোপা আমনসহ বিভিন্ন জাতের ধানের চারা বেচাকেনা হচ্ছে।  
  কৃষক ও বেপারীরা ধানের চারা নিয়ে হাটে আসছেন। বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা হাট-বাজারে এসে চারা সংগ্রহ করছেন। আঁটি হিসেবে এই চারা বিক্রি হচ্ছে। কিন্তু ক্রেতার তুলনায় চারার আমদানী বেশী হওয়ায় উৎপাদনকারীরা দাম কম পাচ্ছে। 
  হাটে ধানের চারা বিক্রি করতে আসা আঃ খালেক বলেন, ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৩৯সহ বিভিন্ন জাতের ধানের চারা বিক্রি হচ্ছে। তবে চারার আমদানীর তুলনায় ক্রেতা কম থাকায় দাম কম পাওয়া যাচ্ছে। 
  আরেকজন ধানের চারা বিক্রেতা আফেল মোল্লা বলেন, এবার আমি ৫ বিঘা জমিতে কয়েক জাতের চারা রোপণ করেছি। তবে এবার চারার দাম খুবই কম। সব কিছু মিলিয়ে এবার চারা বিক্রিতে তেমন লাভ হবে না।
  ধানের চারার দাম কম থাকার ব্যাপারে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, কৃষকরা বর্তমানে উন্নত জাতের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু ২৮, ২৯ জাত যেহেতু অনেক পুরাতন, সে জন্য চাষীরা এই জাতের চারা কিনতে তেমন আগ্রহী হচ্ছে না। কৃষকরা আমাদের কাছে পরামর্শ নিতে আসলে এবং আমরাও মাঠে পর্যায়ে গিয়ে কৃষকদের উন্নত জাতের চারা রোপণের ব্যাপারে পরামর্শ দিয়ে আসছি। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com