পাংশায় টিসিবির পণ্য দরিদ্রদের কাছে পৌঁছাতে মতবিনিময় সভা

পাংশা থেকে শামীম হোসেন || ২০২২-০২-২৩ ১৩:৫৯:০২

image

রাজবাড়ী জেলার পাংশায় টিসিবির পণ্য প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছানোর লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
  গতকাল ২৩শে ফেব্রুয়ারী বেলা ৩টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 
  সভায় পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ অংশগ্রহণ করেন। 
  সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে তৃণমূলের দরিদ্রদের কাছে পৌঁছানোর লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রকৃত দরিদ্রদের তালিকা করে তাদেরকে কার্ড দেয়া হবে। সঠিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই তালিকা করতে হবে এবং টিসিবির স্বল্পমূল্যের এই পণ্য যাতে প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছে সে ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com