দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে আটকের পর ৮টি বাল্কহেডের চালকের জরিমানা

মইনুল হক মৃধা || ২০২২-০২-২৩ ১৪:০৩:৫৮

image

নিয়ম লঙ্ঘন করে রাতে চলাচল করায় দৌলতদিয়া এলাকার পদ্মা নদী থেকে বালুভর্তি ৮টি বাল্কহেড আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে চালকদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
  জানা গেছে, গত ২২শে ফেব্রুয়ারী রাতে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাল্কহেডগুলো ও এর সুকানী (চালক)দের আটক করে। পরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে ৫শত টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। এরপর তাদেরকে রাতে বাল্কহেড না চালানোর নির্দেশনা দিয়ে বাল্কহেডসহ ছেড়ে দেয়া হয়।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com