রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের সাথে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দেশের স্বার্থে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। কালুখালী উপজেলার উন্নয়নের জন্য কাজ করতে হবে। রাজবাড়ী জেলা ছোট একটি জেলা হলেও শিল্প-সংস্কৃতিতে অনেক এগিয়ে। এই জেলার মানুষ শান্তিপ্রিয়। মন-মানসিকতায় অনেক উন্নত। সবাই মিলেমিশে কাজ করলে রাজবাড়ীকে মডেল একটি জেলা হিসেবে রূপ দেওয়া যাবে। তিনি তার দায়িত্ব পালনকালে জেলা-উপজেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে জেলা প্রশাসক আবু কায়সার খান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কালুখালী থানা, রতনদিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com