কাজী ইরাদত আলীর সুস্থ্যতা কামনায় উজানচর ইউনিয়ন পরিষদে দোয়া

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২২-০২-২৫ ১৩:৩৬:৩৯

image

 ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থ্যতা কামনায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২৫শে ফেব্রুয়ারী বিকালে (বাদ আসর) উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

  এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছু মন্ডল ও ইউপি সদস্যগণসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

  দোয়া মাহফিল পরিচালনা করেন দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী সুপার মোঃ আলমাস হোসাইন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com