গোয়ালন্দের ১৯টি কেন্দ্রে করোনার গণটিকা প্রদান

মইনুল হক মৃধা || ২০২২-০২-২৬ ১৩:৫৩:১৭

image

একদিনে সারা দেশের ১কোটি মানুষকে গণটিকা প্রদান কার্যক্রমের আওতায় গতকাল ২৬শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ১৯টি কেন্দ্রে ১০ হাজার ২১০ জনকে করোনার টিকার ১ম ডোজ প্রদান করা হয়েছে। 
  সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উজানচর ইউনিয়ন পরিষদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, দৌলতদিয়া ঘাট কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি টিকাদান কেন্দ্রে গিয়ে গেছে, উৎসবমুখর পরিবেশ দলে দলে মানুষ এসে লাইনে সিরিয়াল দিয়ে টিকা গ্রহণ করছে। 
  ৮ মাসের বাচ্চা কোলে নিয়ে টিকা নিতে আসা গৃহবধূ নার্গিস পারভীন বলেন, যদিও অনেক ভীড় এবং লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে-তারপরও টিকা নিতে পেরে আমি অনেক আনন্দিত। সরকারের এই উদ্যোগটা খুব ভালো হয়েছে। 
  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃ মোঃ আমিরুল ইসলাম জানান, উপজেলার ১৯টি কেন্দ্রে ১০ হাজার ২১০ জনকে করোনার টিকার ১ম ডোজ প্রদান করা হয়েছে।
  উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকবলেন, সরকারের বিশেষ উদ্যোগে একদিনে সারা দেশের ১ কোটি মানুষকে গণটিকা প্রদান কার্যক্রমের আওতায় গোয়ালন্দেও করোনার টিকার ১ম ডোজ দেয়া হয়েছে। নিবন্ধন ছাড়াই  জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিয়ে, এমনকি শুধুমাত্র মোবাইল ফোন নম্বর দিয়েও মানুষ এই টিকা গ্রহণের সুযোগ পেয়েছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com