একসময় সিনেমা হলগুলোতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। কালোবাজারীদের কাছ থেকে অতিরিক্ত দামে টিকেট কেটেও মানুষ হলে ঢুকতো। কিন্তু সেই সিনেমা হলগুলো এখন দর্শক শূন্য।
গতকাল ২৬শে ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মনোরমা সিনেমা হলে গিয়ে দেখা যায়, রাজু চৌধুরী পরিচালিত ‘নাজেহাল’ নামের একটি ছবির রঙিন পোস্টার, ফেস্টুন দিয়ে পুরো সিনেমা হলটি সাজিয়ে রাখা হয়েছে। ম্যানেজার নারায়ণ দাস একাই সবকিছু সামলাচ্ছে। ভিতরে প্রবেশ করে দেখা গেল খলনায়ক মিশা সওদাগার ডায়লগ দিচ্ছে। মাত্র ২জন দর্শক ছবিটি দেখছে। এই ২জন দর্শক নিয়েই শো শেষ হয়ে গেল।
দর্শক রাসেল শেখ বলেন, বড় বোনের বাড়ীতে বেড়াতে এসেছি। তাই বেয়াইয়ের সঙ্গে সিনেমা দেখতে হলে এসেছিলাম। দু’জনে ১০০ টাকা দিয়ে টিকেট কেটেছিলাম। দর্শন না থাকায় আমরা ২জনই সিনেমাটি দেখলাম।
সিনেমা হলের ম্যানেজার নারায়ণ দাস বলেন, ৩০ বছর সিনেমা হলে চাকরী করছি। এমন দর্শক শূন্যতা কোনদিন দেখি নাই। বর্তমানে সিনেমা ব্যবসায় ধস নেমেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com