কালুখালী উপজেলায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম || ২০২২-০৩-০২ ১৩:৩০:২৪

image

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা মার্চ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসিম আখতার ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।   বক্তাগণ মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোকপাত করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com