গোয়ালন্দ পৌরসভার আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

মইনুল হক মৃধা || ২০২২-০৩-০৩ ১৪:৩৭:৫৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। 
  এ উপলক্ষ্যে গতকাল ৩রা মার্চ সকালে গোয়ালন্দ পৌরসভার চত্ত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
  পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, অন্যান্যের মধ্যে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, পৌরসভার সচিব রুহুল আমিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার কর নির্ধারক আসাদুজ্জামান সেলিম ও সাংবাদিক গণেশ পাল। 
  এ সময় আমন্ত্রিত অতিথিগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com