পাংশা পৌরসভায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শামীম হোসেন || ২০২২-০৩-০৩ ১৪:৪২:৪০

image

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের আয়োজনে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৩রা মার্চ সন্ধায় পাংশা পৌরসভা চত্ত্বরে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

  পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মন্টু, পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অদুদ সরদার অতুর, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী সরদার, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহরাব মন্ডল,  ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মোল্লা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারি আবুল হাসিম। 

  এ সময় পাংশা পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

  অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনার পর স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com