যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আরো ৯জন বাংলাদেশীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু || ২০২০-০৫-১০ ১৮:৫৬:৩৪

image

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরো ৯ জন বাংলাদেশী মারা গেছেন। আর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ২৪৯ জন বাংলাদেশী মারা গেছেন।
  প্রাণঘাতী করোনা ভাইরাস প্রবীণ প্রবাসীদের প্রাণ কেড়ে নিচ্ছে ব্যাপক হারে। এই ৯ জনের মধ্যে ৭ জন ষাটোর্ধ্ব। আর ২জন নারী। এদের মধ্যে গত ৯ই মে শনিবার মারা গেছেন ৫জন। আর আগের দিন রাতে মারা গেছেন ৪ জন। 
  এদের নিয়ে নিউইয়র্কে মোট ২২৮ জন বাংলাদেশী প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেছে। আর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ২৪৯ জন বাংলাদেশী মারা গেছেন। নিউইয়র্ক ছাড়া অন্যান্য রাজ্যে মারা গেছেন ২১ জন। এর মধ্যে নিউজার্সিতে ৮ জন, মিশিগান ৬ জন, ভার্জিনিয়া ৩ জন, মেরিল্যান্ড ২ জন ও ম্যাসাচুয়েটস রাজ্যের বোস্টনে ২ জন বাংলাদেশী মারা গেছেন।
  গত শনিবার লং আইল্যান্ডের গৃহবধু তসনিম নাওয়ার তমা’র মৃত্যু আমেরিকার সব শ্রেণী পেশার মানুষের হৃদয় নাড়া দেয়। মা দিবসের প্রাক্কালে চার বছরের পুত্র সন্তান আয়দানকে রেখে তিন সপ্তাহ করোনার সাথে লড়াইয়ে হেরে পরাপরে চলে যান ত্রিশ বছরের তমা।
  আর এদিন সবচেয়ে প্রবীণ ৮২ বছর বয়সী মোহাম্মদ হক মারা যান একটি হাসপাতালে। প্রবীণ নারী পঁচাত্তর বছরের রাশেদা বেগমও মারা যান স্থানীয় একটি হাসপাতালে। গত শনিবার মারা গেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহ্বায়ক মিসবাহ আহমেদের বড় মামা মওলানা মুজাহিদ আলী(৭৬) ব্রঙ্কসের জ্যাকোবী হাসপাতালে। ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান আলতাফ হোসেন লনি(৭৬), আরো মারা গেছেন কাজী মোহাম্মদ(৭৭), মোহাম্মদ এ সামাদ(৭৪), সাব্বির আহমেদ খান মারা গেছেন ব্রুকলীনের ব্রুকডেল হাসাপাতালে ও আরেকিট হাসপাতালে মারা গেছেন মোহাম্মদ নুরুদ্দীন।
  এ দিকে গত ২৪ ঘণ্টায় আমারিকায় প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪২২ জন। নতুন আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫২৪ জন। মোট আক্রান্ত ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন। মারা গেছেন ৮০ হাজার ৩৭ জন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com