রাজবাড়ী টিটিসি’তে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আসাদুজ্জামান নুর || ২০২২-০৩-০৩ ১৫:০৬:২৮

image

রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র আয়োজনে গতকাল ৩রা মার্চ সকালে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
  ‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’-শ্লোগানকে সামনে রেখে টিটিসি’র হলরুমে সেমিনারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।
  টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক, জেলা পরিষদ সদস্য ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিন্টু ও অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন টিটিসি’র ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ এবং টিটিসি’র প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমাদের দেশের অভিবাসী শ্রমিকরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দক্ষতা অর্জন করে বিদেশে না যাওয়ায় তারা আয়ের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। আবার অনেকে দালালদের খপ্পড়ে পড়ে প্রতারণার শিকার হচ্ছে। আশা ভঙ্গের বেদনা নিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছে। অনেকে অনিরাপদ উপায়ে বিদেশে যেতে গিয়ে জেল খাটছে, প্রাণও হারাচ্ছে। নিরাপদ অভিবাসন তখনই হবে যখন সরকারী বিধি-বিধান মেনে বৈধভাবে বিদেশে যাওয়া হবে। এ জন্য দক্ষতা অর্জন করে বৈধ রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে ভালোভাবে জেনে-বুঝে বিদেশে যেতে হবে। পারলে কাজ চালানোর মতো সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে যেতে হবে। দক্ষ জনবলের চাহিদা সারা বিশ্বেই রয়েছে। এ জন্য দক্ষতা অর্জনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 
  টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ বলেন, জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করতে জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো সারা দেশে ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। মুজিব বর্ষ উপলক্ষ্যে আরও ১০০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এই সকল প্রশিক্ষণ কেন্দ্রে ৫৫টি ট্রেডে দেশ-বিদেশে কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০১৫ সালে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এখানে বিভিন্ন ট্রেডে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় ১৭ হাজার প্রশিক্ষণার্থীকে আমরা প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি। কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল মেশিন টুলস অপারেশন, ফেব্রিকেশন, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, আর্কিটেকচার, হাউজকিপিং, ড্রাইভিং-এসব ট্রেডে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com