ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী

স্টাফ রিপোর্টার || ২০২২-০৩-০৫ ১৩:৪০:২৭

image

যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। 
  কর্মসূচীর মধ্যে রয়েছে ওই দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৯টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, ১০টায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে ১ম স্থান অধিকারীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকাল ১০টা থেকে দিনব্যাপী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রকাশিত বিভিন্ন পুস্তক প্রদর্শনী, সন্ধ্যা ৬টায় অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে আলোচনা সভা ও ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়ন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com