জাতীয় পাট দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা

আসাদুজ্জামান নুর || ২০২২-০৩-০৬ ১৪:২৯:৪৬

image

জাতীয় পাট দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৬ই মার্চ সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক দিয়ে পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পাট কর্মকর্তা আজিমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পাট অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক হারুন অর রশিদ, রাজবাড়ী বাজারের পাট ব্যবসায়ী বাশারুজ্জামান বাদশা ও কৃষাণী সেলিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। 

  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী জেলা নীচু অঞ্চল হওয়ায় এখানে পাটের উৎপাদন বেশী হয়। পাটের মানও অনেক ভালো। বর্তমানে পাটের বাজার ভালো রয়েছে। দিনে দিনে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন রাজবাড়ীতে উচ্চপদস্থ কর্মকর্তারা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উপহার হিসেবে পাট পণ্য দেওয়া হয়। আপনারা বলেছেন পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। সরকারী খালগুলোতে যাতে পাট জাগ দেয়া যায় সে ব্যাপারে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আঁশ ছাড়িয়ে স্বল্প পরিসরে পাট জাগ দেওয়ার আধুনিক পদ্ধতি বের হয়েছে। পাট চাষীদের প্রতি অনুরোধ জানাবো আপনারা পাট উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিবেন।

  এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিপুল শিকদার, পাট ব্যবসায়ী, চাষী ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com