জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭শে জুলাই) উপলক্ষে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-শ্লোগানকে সামনে রেখে গতকাল ২১শে জুলাই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার হাট-বাজার, জেলে পল্লীসহ বিভিন্ন স্থানে অটোরিক্সাযোগে প্রচার-প্রচারণা চালানো হয়।
এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন ও ইমরান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বালিয়াকান্দি উপজেলাতে মাইকিং, ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার-প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com