বালিয়াকান্দিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

তনু সিকদার সবুজ || ২০২২-০৩-০৭ ১৩:৪১:৩৬

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ৭ই মার্চ সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে চিত্রাঙ্কন ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রকোশলী মোঃ আলমগীর বাদশাহ, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন ও সাংস্কৃতিক সংগঠক মুন্সী আমীর আলী প্রমুখ বক্তব্য রাখেন। 
  এছাড়াও দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমের সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শন করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com