গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় মহাসড়কে গত ৩রা মার্চ দিবাগত গভীর রাতে যানজটে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে গণডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ রাকিব প্রামানিক(২৬) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গতকাল ৭ই মার্চ বিকালে জমিদার ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব প্রামানিক গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার সাইদ প্রামানিকের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত রাকিব প্রামানিক ওই ডাকাতির ঘটনার মূল হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৪টি মামলা রয়েছে এবং সে থানা এলাকার একাধিক ঘটনার সাথে জড়িত।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com