রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে চরের জমি দখলকে কেন্দ্র করে থানা পুলিশ শাহাদৎ মন্ডল(৬২) নামে ভূমিদস্যু অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করেছে ।
গতকাল ১২ই মার্চ দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশ কোনাগ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহাদৎ মন্ডল কোনাগ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে এবং কোনাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এর আগেও স্থানীয় এক কলেজ শিক্ষককে হত্যার চেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। ওই মামলায় সে জামিনে রয়েছে।
পুলিশ জানায়, কোনাগ্রাম মৌজার সরকারী খাস খতিয়ানের চরের জমি দখলের অভিযোগে নারুয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে গত ২৭শে ফেব্রুয়ারী বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর প্রসাদ বিশ্বাস বলেন, শাহাদাৎ মন্ডল গং কোনাগ্রাম মৌজার প্রায় ৪০ একর চরের জমি অবৈধভাবে দখল করে আছে। সরকারী নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন স্থানীয় ভূমিহীনদের নামে ৯.২ একর খাস জমি বন্দোবস্ত দিলেও শাহাদাৎ মন্ডল গংয়ের বাঁধার মুখে তাদেরকে দখল দেয়া যাচ্ছে না। তবে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেভাবেই হোক ওই জমি অবৈধ দখলমুক্ত করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com