রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীর চর কর্ণেশন মৌজার ৫ একর জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি কর্মকর্তা ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলো- উজানচর ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন তহশীলদার ইলিয়াস হোসেন ও তার পিয়ন আব্দুর রব এবং দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়ার মুসা মন্ডল ও তার সহযোগী আঃ ছালাম শেখ।
এ ব্যাপারে ভুক্তভোগী চর দৌলতদিয়ার বাসিন্দা হেলাল উদ্দিন শেখ রাজবাড়ীর আদালতে ২টি দেওয়ানী মামলা দায়ের এবং গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলামের নিকট গত ৬/১২/২০২১ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে প্রকাশ, তফসিলী জমিটি গোয়ালন্দ উপজেলার চর কর্ণেশনা মৌজার এস.এ ২০৯ নং খতিয়ানভুক্ত আর.এস ৪৭৫ যা বি.এস ১ নং খতিয়ানভুকত এবং ২১৩ নং খতিয়ানভুক্ত আর.এস ৪৩৮ ও ৪৪৮ নং দাগভুক্ত। এর মালিক যৌথভাবে ফরিদপুরের স্থায়ী বাসিন্দা মোছাঃ বুরকি খাতুন, মানিকগঞ্জের সামসুদ্দিন মল্লিক ও মনো মল্লিক। তাদের নামে রেকর্ডভুক্ত থাকা অবস্থায় জমিটি নদী গর্ভে বিলীন হয়ে বি.এস রেকর্ডে ১ নং খতিয়ানভুক্ত হয়। মৌজাটি ৭০, ৮০ ও ৯০ এর দশকে তিন দফা নদীতে ভাঙ্গে ও পুনরায় জেগে ওঠে। পরবর্তীতে ওই মৌজাটি চাষাবাদের উপযোগী হলে এস.এ রেকর্ডভুক্ত স্ব স্ব জমির মালিকরা ভোগ-দখল করতে থাকে।
এদিকে উজানচর ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন তহশীলদার ইলিয়াস হোসেন ও তার পিয়ন আব্দুর রব উভয়ের যোগসাজশে ১নং খতিয়ানভুক্ত উক্ত জমির মধ্য হতে তাদের ৪জন স্বচ্ছল নিকটাত্মীয়ের নামে ২একর জমি অবৈধ পন্থায় বন্দোবস্ত নেন।
বন্দোবস্ত প্রাপ্তরা হলো- তহশীলদার ইলিয়াস হোসেনের শ্বশুর অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আব্দুর রহমান শেখ, শাশুড়ী জাহানারা বেগম এবং পিয়ন আব্দুর রবের ছেলে লিটন সেখ ও পুত্রবধূ লিমা বেগম। তবে এ বন্দোবস্ত বাতিলের দাবী জানিয়ে রাজবাড়ীর যুগ্ম-জেলা জজ আদালতে ২টি মামলা দায়ের করা হয়। যার নং-উ.প-২১/২০০৭-০৮ ও উ.প-২৪/২০০৭-০৮)।
চর কর্ণেশন মৌজার এস.এ রেকর্ডভুক্ত এই ৫ একর জমির মালিকগণ জমির প্রতিবেশী চর দৌলতদিয়ার হেলাল উদ্দিন শেখকে প্রথমে বর্গা চাষী এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে ওই জমি নিয়ে চলমান মামলা পরিচালনা ও জমির ভোগ-দখলের জন্য আমমোক্তার নিয়োগ করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মুসা মন্ডল ও তার সহযোগী ছালাম শেখ সম্প্রতি হেলাল শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ৫ একরের ওই জমিটি বেদখল করে নেয়।
ভুক্তভোগী হেলাল শেখ বলেন, তহশীলদার ইলিয়াস হোসেন ও তার পিয়ন আব্দুর রব ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে তাদের নিকটাত্মীয়দের নামে ৫ একর জমির মধ্য হতে ২ একর জমি বন্দোবস্ত নেয়। পরবর্তীতে অন্যের নিকট ওই জমি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এরপর তারা জমির দখল নিতে আসে। কিন্তু আমাদের বাধায় দখল নিতে পারেনি। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী মুসা মন্ডলের নজর পড়ে ওই জমির উপর। সে ও তার সহযোগীরা আমাকে মারধর করে এবং চরমপন্থীদের দ্বারা প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ওই জমি দখল করে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত মুসা মন্ডল বলেন, কর্ণেশনা মৌজায় আমার নামে ৮ একর ১৬ শতাংশ জমি সরকারীভাবে পত্তন নেয়া আছে। এসিল্যান্ড নিকট আগামী শুনানীতে আমার সকল কাগজপত্র দেখাব। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
অভিযোগের বিষয়ে উজানচর ইউনিয়নের সাবেক তহশীলদার ইলিয়াস হোসেন বলেন, আমি ও আমার পিয়ন ক্ষমতার অপব্যবহার করিনি। ভূমি বন্দোবস্তের জেলা ও উপজেলা কমিটি যাচাই-বাছাই করে আমার শ্বশুর-শাশুড়ীর যৌথ নামে ১ একর এবং পিয়ন আঃ রবের ছেলে ও ছেলের বৌয়ের যৌথ নামে ১ একর ভূমি বন্দোবস্ত দেয়। ওই জমি বিক্রি করা হয়নি, অন্যের নিকট বর্গা দেয়া রয়েছে। হেলাল শেখের অভিযোগ মিথ্যা।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম বলেন, অন্যের জমি জবর-দখলের অভিযোগ প্রমাণিত হলে উচ্ছেদ করা হবে। ভূমিহীন ছাড়া অন্য কারো মধ্যে খাস জমি বন্দোবস্ত দেয়ার কোন বিধান নেই। হেলাল শেখের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com