বালিয়াকান্দির মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাকিবুল ইসলাম || ২০২২-০৩-১৩ ১৪:৫৪:০৬

image

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

  গত ১১ই মার্চ দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। 

  অন্যান্য অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের চাঁদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সুধীজনেরাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com