দৌলতদিয়ায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে আটকে থাকা যানবাহনের দীর্ঘ লাইন

মইনুল হক মৃধা || ২০২২-০৩-১৩ ১৪:৫৮:১৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যানজট অব্যাহত রয়েছে। 

  গতকাল ১৩ই মার্চ সকালেও দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত মহাসড়কের প্রায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যাই বেশী। 

  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরীর স্বল্পতা, নদীতে প্রয়োজনীয় নাব্যতা না থাকা, কয়েকটি ফেরী ঘাট বন্ধ থাকা এবং পানির গভীরতা কমে ফেরী ঘাটগুলোর পল্টুুন নীচে নেমে যাওয়ায় লোড-আনলোডে অধিক সময় লাগাসহ নানা কারণে ফেরী পারাপার স্বাভাবিক হচ্ছে না। এর ফলে এই নৌরুট ব্যবহারকারী যাত্রী এবং চালক-শ্রমিকদের দুর্ভোগও দূর হচ্ছে না।  

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরী চলাচল করছে। কিন্তু ফেরী ঘাটগুলো লো ওয়াটারে নেমে যাওয়ায় পন্টুন নীচু হয়ে গেছে। এ কারণে ফেরীতে যানবাহন লোড-আনলোডে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এছাড়াও ফেরী ও ঘাটের স্বল্পতাসহ নানা সমস্যা রয়েছে। তারপরও আমরা যানজট কমাতে সচেষ্ট রয়েছি।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com