২০ মার্চ থেকে রাজবাড়ীতে টিসিবি’র পণ্য বিক্রি হবে

স্টাফ রিপোর্টার || ২০২২-০৩-১৪ ১৪:১১:৩৫

image

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন আগামী ২০শে মার্চ থেকে জেলায় টিসিবি’র মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হবে। 
  গতকাল সোমবার মাতৃকণ্ঠের সাথে আলাপকালে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ১৫ই মার্চের পরিবর্তে আগামী ২০শে মার্চ থেকে জেলা সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    
  তিনি আরো বলেন, জেলায় কোন অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম উপায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com