বালিয়াকান্দির জামালপুরে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে ডিসি

তনু সিকদার সবুজ || ২০২২-০৩-১৫ ১৪:৩৪:২৭

image

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গতকাল ১৫ই মার্চ বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ১০টি নির্মাণধীন ঘর পরিদর্শন করেন। 
  জেলা প্রশাসক সেখানে পৌঁছালে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জামালপুর ইউনিয়ন পরিষদের সচিব বিধান কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু কায়সার খান ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলোর কাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com