বালিয়াকান্দি থানা পরিদর্শন ডিসি

তনু সিকদার সবুজ || ২০২২-০৩-১৫ ১৪:৩৫:২৭

image

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান গতকাল ১৫ই মার্চ বেলা সাড়ে ১১টায় বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন। জেলা প্রশাসক সেখানে পৌঁছালে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এরপর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং মামলা-জিডি’র কাগজপত্র পর্যবেক্ষণ করাসহ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসানসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com