দৌলতদিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়কের দুইটি সেতু ৭মাস বন্ধ॥যাত্রীদের ভোগান্তি

মইনুল হক মৃধা || ২০২২-০৩-১৫ ১৪:৩৫:৫৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়কের ২টি সেতু দীর্ঘ ৭ মাস যাবৎ বন্ধ রয়েছে। এতে লঞ্চ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

  গত বর্ষার সময় কাঠ ও লোহার তৈরী সেতু ২টির একাংশ ভেঙ্গে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে দীর্ঘ প্রায় ৭ মাস অতিবাহিত হলেও সেগুলো সংস্কারের কোন উদ্যোগ নেই। সেতু ২টির মধ্যে ১টি লঞ্চ টার্মিনালে প্রবেশের জন্য এবং অন্যটি বের হওয়ার পথ হিসেবে ব্যবহার হতো। বর্তমানে লঞ্চ টার্মিনালে যাওয়ার জন্য বিকল্প যে পথ করা হয়েছে তা অনেক ঢালু ও উঁচু-নীচু। নারী ও বয়স্কদের এই পথ দিয়ে চলাচলের সময় পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। ঝুঁকিপূর্ণ ওই পথ অতিক্রম করার সময় প্রায়ই অনেকে পা পিছলে পড়ে যাচ্ছে। 

  পাটুরিয়া ঘাট থেকে লঞ্চে নদী পার হয়ে আসা মাহফুজ নামে এক যাত্রী বলেন, সঙ্গে থাকা ব্যাগ-বস্তা নিয়ে এই ঢালু রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত সেতু দু’টি মেরামত করা। তা না হলে লঞ্চ যাত্রীদের এই দুর্ভোগ দূর হবে না। 

  দৌলতদিয়া লঞ্চ টার্মিনালে কর্তব্যরত বিআইডব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, প্রতিদিন এই লঞ্চ ঘাট দিয়ে হাজার হাজার যাত্রী পারাপার হয়ে থাকে। সেতু ২টি বন্ধ থাকায় লঞ্চ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সেতু দু’টি মেরামত করা প্রয়োজন। 

  বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, দৌলতদিয়ার লঞ্চ ঘাটটি অন্যত্র সরিয়ে নেয়ার সম্ভাবনা আছে। তাই সেতু দু’টির সংস্কার কাজে দেরী হচ্ছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com