জুম অ্যাপস ব্যবহার করে অনলাইনে রাজবাড়ী জেলা আইসিটি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২০-০৭-২২ ১৫:৩৮:৫৪

image

জুম অ্যাপস ব্যবহার করে অনলাইনে রাজবাড়ী জেলা আইসিটি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ২২শে জুলাই বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে কমিটির সভাপতি জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার মুসফিকুর রহমানের সঞ্চালনায় এই অনলাইন মিটিং-এ সংযুক্ত হয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান ও এটুআই’র জেলা অ্যাম্বাসেডরগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সভায় জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্তকরণের উপরে গুরুত্বারোপ এবং ‘রাজবাড়ী অনলাইন স্কুল’ লাইভ ক্লাসগুলো স্থানীয় ক্যাবল অপারেটরদের চ্যানেল ‘আরসিএন)-এ প্রচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com