রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১৭ই মার্চ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার পূর্বে গাছের চারা বিতরণ করা হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক দিয়ে বড়পুল মোড় প্রদক্ষিণ করে রাজবাড়ী শহরের রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্ত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু বক্তব্য রাখেন।
সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, আজকে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি-ধমকি দিয়ে কোন লাভ নেই। আমরা কোন হুমকি-ধমকিতে ভয় পাই। হুমকি-ধমকিতে ভয় পেলে মুক্তিযুদ্ধে যেতে পারতাম না। জীবনের ভয় উপেক্ষা করেই মুক্তিযুদ্ধে নেমেছিলাম। শেখ হাসিনা জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। সবাই জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন।
সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, যারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না-তারা এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। যদি জাতির জনককে না মানলাম, তাহলে বাংলাদেশকে কেমন করে মানলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। আসুন সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। যতই ষড়যন্ত্র হোক-সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আওয়ামী লীগ সরকার এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবো।
কাজী রাকিবুল হোসেন শান্তনু বলেন, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ্র অশেষ রহমতে আমার বাবা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এখন অনেকটাই ভালো। আশা করছি তিনি সুস্থ হয়ে দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
এসব কর্মসূচীতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সাবেক সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহ্রাব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com