বালিয়াকান্দিতে টিসিবি’র পণ্য পেতে সুবিধাভোগীদের ভিড়

তনু সিকদার সবুজ || ২০২২-০৩-২০ ১৫:৫৬:২৮

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে গতকাল ২০শে মার্চ সকালে সাশ্রয়ী (ভর্তুকি) মূল্যে কার্ডধারীদের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। 

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ইসলামপুর ইউপির চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা এই পণ্য কিনতে ভীড় করে। ৪৬০ টাকার প্রতি প্যাকেজে রয়েছে ২ কেজি করে চিনি, ২ কেজি করে মসুর ডাল ও ২ লিটার করে সয়াবিন তেল। প্রথম দফায় আগামী ৩১শে মার্চ পর্যন্ত কার্ডধারী পরিবারগুলোর মধ্যে এই পণ্য বিক্রি করা হবে। 

  টিসিবির পণ্য নিতে আসা এক সুবিধাভোগী বলেন, আমাদের রোজগারের সাথে দ্রব্যমূল্যের সামঞ্জস্যতা নেই। যার ফলে খুবই সমস্যার মধ্যে দিন যাপন করতে হচ্ছে। এ অবস্থায় রোজাকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে এই পণ্য দেয়ায় সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, উপজেলায় মোট ১১ হাজার ২৭৬ জনকে টিসিবির এই পণ্য দেয়া হবে। আশা করছি সুন্দরভাবেই এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।

  উল্লেখ্য, জনপ্রতিনিধিদের দিয়ে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী প্রদান করা ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সারা দেশের মোট ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবির মাধ্যমে এই পণ্য দেয়া হচ্ছে। এর মধ্যে বালিয়াকান্দি উপজেলার ১১ হাজার ২৭৬টি পরিবারসহ রাজবাড়ী জেলার ৬৭ হাজার ৩৬৪টি পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। কার্ডধারীরা ১৫ দিনের ব্যবধানে মোট দুই বার টিসিবির এই পণ্য কেনার সুযোগ পাবেন।    

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com