রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার || ২০২২-০৩-২০ ১৬:০৩:৩০

image

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

  জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ নূর অতএব আহম্মদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ আল আমিন, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন ও জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা এবং কমিটির সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জেলার উন্নয়নমূলক কর্মকান্ডের সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

  এছাড়াও পরে একই স্থানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে শুদ্ধাচার কৌশলের প্রচার ও জনঅবহিতকরণের মতবিনিময় সভা, জেলা তথ্য অধিকার বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা এবং জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com