গোয়ালন্দে টিসিবি’র পণ্য কিনতে ক্রেতাদের ভিড়

মইনুল হক মৃধা || ২০২২-০৩-২১ ১৪:১৮:১৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে সাশ্রয়ী মূল্যে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

  সারা দেশের ১ কোটির মধ্যে গোয়ালন্দ উপজেলার ১১ হাজার ২১৭টি পরিবারসহ রাজবাড়ী জেলার মোট ৬৭ হাজার ৩৬৩টি পরিবার ২দফায় এই পণ্য কেনার সুযোগ পাবে। ১ম দফায় পরিবারপ্রতি ৪৬০ টাকার প্যাকেজে ২লিটার করে সয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল ও ২ কেজি করে চিনি দেয়া হচ্ছে। 

  এই কার্যক্রমের ২য় দিনে গতকাল ২১শে মার্চ সকাল থেকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদে কার্ডধারী পরিবারগুলোর মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ডধারীরা এই পণ্য কিনতে ভীড় করে। 

  টিসিবির পণ্য নিতে আসা কালাম ফকির বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিন পার করছে। এ অবস্থায় রমজানের আগে কিছুটা কম দামে এই পণ্য পেয়ে উপকার হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com