দৌলতদিয়া ঘাট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৪জন দুর্বৃত্ত গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২২-০৩-২২ ১৫:০৪:০২

image

ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে ধারালো অস্ত্রসহ ৪জনকে পুলিশ গ্রেফতার করেছে। 
  গত ২১শে মার্চ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার চাকু, ১টি সাধারণ চাকু ও ১টি ছ্যানদা উদ্ধার করা হয়। 
  গ্রেফতারকৃতরা হলো- দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়ার কালাম চৌধুরীর ছেলে সাগর চৌধুরী(২৫), গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল এলাকার ওসমান গণি মন্ডলের ছেলে ইনজামুল হাসান মন্ডল রনি(২৫), পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আঃ মান্নান মিয়ার ছেলে মাহবুর মিয়া(৩৯) এবং ফরিদপুরের কোতয়ালী উপজেলার মালাঙ্গা গ্রামের নুরু তালুকদারের ছেলে উজ্জ্বল তালুকদার তাজু(৩১)। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ৪/৫জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের গতকাল ২২শে মার্চ আদালতে সোপর্দ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com