রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মহাসড়কে বিআইডব্লিউটিসি’র স্থাপিত পণ্যবাহী যানবাহনের ওজন মাপার ডিজিটাল স্কেলের জন্য নিত্য যানজট ও ভোগান্তি হচ্ছে।
দিন-রাত ২৪ ঘণ্টার অধিকাংশ সময়ই সেখানে পণ্যবাহী গাড়ীর দীর্ঘ সিরিয়াল থাকে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথটি বন্ধ হয়ে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়। অ্যাম্বুলেন্স ঢুকতে-বের হতেও অনেক সময় লাগে। স্থানীয়দের যাতায়াতেও সমস্যা হয়।
গতকাল ২৩শে মার্চ বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কেল থেকে জমিদার ব্রীজ পর্যন্ত প্রায় ২কিলোমিটার জুড়ে মহাসড়কের একপাশ দিয়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সিরিয়াল তৈরী হয়েছে। এর ফলে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ বলেন, স্কেলের কারণে প্রতিদিনই উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হয়। এর আগে এই যানজটের কারণে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া একজন রোগীকে সময়মতো স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে না পারায় তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক বলেন, যানজটে স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা বন্ধ থাকায় রোগীদের আসা-যাওয়ায় চরম ভোগান্তি হয়। এছাড়া যানবাহনের উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ণে সমস্যা হয়। কর্তৃপক্ষকে স্কেলটি অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ জানাচ্ছি।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী বলেন, আমি প্রতি মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিং-এ স্কেলটি সরানোর ব্যাপারে বলে আসছি। এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছি। আশা করি স্কেলটি অন্যত্র সরিয়ে নেয়া হবে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, স্কেলটি অন্যত্র স্থাপনের দাবীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com