দৌলতদিয়া ঘাটের যানজট ভয়াবহ রূপ ধারণ করেছে

মইনুল হক মৃধা || ২০২২-০৩-২৪ ১৪:১৯:৪০

image

ফেরী ও ঘাটের স্বল্পতা, অব্যবস্থাপনা, নদীতে নাব্যতার সংকটসহ নানা কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের যানবাহন পারাপার ব্যাহত হয়ে দৌলতদিয়া ঘাট এলাকার যানজট ভয়াবহ ও স্থায়ী রূপ ধারণ করেছে। গতকাল ২৪শে মার্চ দুপুরে দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের জমিদার ব্রীজ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার জুড়ে ২সারিতে শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকে থাকতে দেখা যায়। এর পাশাপাশি গোয়ালন্দ মোড় এলাকায় মহাসড়কের পাশ দিয়ে প্রায় ৪কিলোমিটার জুড়ে অপচনশীল পণ্যবাহী আরও বিপুল সংখ্যক ট্রাক আটকে রাখতে দেখা যায়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com