মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে মার্চ দুপুরে উপজেলা কোর্ট চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজী রেখে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন। আমাদেরকে লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না।
এছাড়াও অনুষ্ঠানের একপর্যায়ে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার আহ্বান জানান- বীর মুক্তিযোদ্ধাগণ তাদের নিজ নিজ আসনে বসে থাকবেন, আর আমরা দাঁড়িয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে স্যালুট জানাবো। তার আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানের অতিথিরা দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্যালুট জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com