ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ২৭শে মার্চ বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২জন ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে জঙ্গল সম্মিলনী আর্দশ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা’র সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বালিয়াকান্দি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com