শিশু আব্দুল আল সিয়ামের বয়স মাত্র ১২ বছর। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাঝিরহাট কল্যাণপুর গ্রামের টাইলস মিস্ত্রী উজ্জ্বল মল্লিকের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
দুরন্তপনা ও ঠিকমতো লেখাপড়া না করার কারণে বাবা রাগারাগি করায় গত ২৭শে মার্চ সে পোড়াদহ জংশন থেকে ট্রেনে উঠে রাজবাড়ীতে চলে আসে। রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী থানা পুলিশের একটি টহল দল রেলগেট এলাকায় কান্নারত অবস্থায় তাকে দেখতে পেয়ে সেখান থেকে থানায় নিয়ে যায়। এরপর ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন শিশুটির সাথে কথা বলে পরিচয় জেনে মিরপুর থানার মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে গতকাল ২৮শে মার্চ দুপুরে শিশুটি’র বাবা উজ্জ্বল শেখ রাজবাড়ী থানায় এলে শিশুটিকে তার কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমাদের মোবাইল পার্টি টহল দেওয়ার সময় শিশুটিকে রেলগেট এলাকায় কান্নারত অবস্থায় দেখতে পায়। বিষয়টি আমাকে জানালে আমি শিশুটিকে থানায় নিয়ে আসতে বলি। এরপর ওর সাথে কথা বলে নাম-ঠিকানা জেনে নিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করি। পরে শিশুটির পিতা থানায় এলে তার কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির পিতা উজ্জ্বল মল্লিক বলেন, আমার ছেলে সিয়াম এলাকার একটি মাদ্রাসায় পড়ে। ঠিকমতো লেখাপড়া না করায় আমি একটু রাগারাগি করলে সে অভিমান করে বাড়ী থেকে করে চলে আসে। পরে মিরপুর থানা পুলিশের মাধ্যমে জানতে পারি সে রাজবাড়ী থানায় রয়েছে। ছেলেটিকে আমার কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করায় পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন থেকে আমি ছেলের ব্যাপারে আরও যত্নবান হবো, সতর্ক থাকবো।
শিশুটি জানায়, আব্বা রাগারাগি করে আমাকে বলে-লেখাপড়া না করলে বাড়ী থেকে চলে যা। তাই আমি ট্রেনে চড়ে চলে আসি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com