রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
চলমান কর্মসূচীর তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান এবং পুকুরে মাটি ও পানি পরীক্ষা করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচীর তৃতীয় দিনে পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে পাংশা বাজারে মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ১জন ব্যবসায়ীর দোকান থেকে নিষিদ্ধ আড়াই শ’ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে নিষিদ্ধ কারেন্ট জাল রাখার দায়ে ওই দোকানীকে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পর্যায়ক্রমে বাজারে বিভিন্ন মাছের দোকানে ফরমালীন পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় ফরমালীন পাওয়া যায়নি।
অভিযানে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ শাহিন কবির, পাংশা থানা পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com