পাংশায় মারপিটের শিকার হয়ে শিক্ষক হাসপাতালে

শামীম হোসেন || ২০২২-০৩-২৯ ১৪:৪৪:৩৪

image

রাজবাড়ী জেলার পাংশায় মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগায় স্কুল শিক্ষক কমল কুমার আচার্য্য(৪৫) মারপিটের শিকার হয়েছে। 
  গতকাল ২৯শে মার্চ বেলা ১১টার দিকে পাংশা পৌরসভার পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত কমল কুমার আচার্য্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক। 
  চিকিৎসাধীন কমল কুমার আচার্য্য বলেন, আমি মোটর সাইকেলযোগে স্কুলে যাচ্ছিলাম। পুরাতন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে আসা একটি মোটর সাইকেল আমার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করলে ওই মোটর সাইকেল আরোহী আমাকে এলোপাতাড়িভাবে মারপিট করে পালিয়ে যায়। পরে জানতে পারি সে পাংশা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিদু মন্ডলের ছেলে জুয়েল মন্ডল।
  অভিযুক্ত জুয়েল মন্ডল বলেন, শিক্ষক মাস্ক পড়া ছিল বলে তাকে চিনতে পারিনি। আমার মোটর সাইকেল নিয়ে বাজে মন্তব্য করায় তাকে একটি ঘুষি মারছি। এক ঘুষিতেই সে পড়ে গেলে আমি সেখান থেকে চলে যাই। পরে কী হয়েছে জানি না।
  পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন বলেন, এ ঘটনায় আহত শিক্ষেকের স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমাদের স্কুলের পক্ষ মানববন্ধন কর্মসূচী পালন করা হবে।
  পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, শিক্ষককে মারপিট করার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com