গোয়ালন্দে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পথচারী নারী নিহত॥কমপক্ষে ২০ আহত

মইনুল হক মৃধা || ২০২২-০৩-২৯ ১৪:৪৮:১০

image

ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া ঘাটের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় গতকাল ২৯শে মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক পথচারী নারী(৪০) নিহত এবং কমপেক্ষে ২০ জন আহত হয়েছে। 
  প্রত্যক্ষদর্শী ও আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা-গড়াই পরিবহনের একটি বাস(ফরিদপুর-ব-০২-০০০৫) গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরের চাচরা থেকে কুমিল্লাগামী মাছ বোঝাই একটি ট্রাকের(যশোর-ট-১১-৪৮২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক পথচারী নারীর মৃত্যু এবং ২০ জনের মতো বাসযাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে ৬জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস, আহলাদীপুর হাইওয়ে থানা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ট্রাকের কেবিনের মধ্যে আটকা পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা কেবিন কেটে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এছাড়া গুরুতর আহতদের মধ্যে বাসটির চালকও রয়েছে। আহলাদীপুর হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি তাদের হেফাজতে নিয়েছে।   
  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ রুহুল আমিন জানান, আহত প্রায় ২০ জনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে ৬জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com